Skip to content

প্রজেক্ট ৫ টাকা সাদাকাহ

আমরা দারিদ্রতা দূরীকরণে সহায়ক একটি ক্ষুদ্র পদক্ষেপ গ্রহন করেছি। “প্রতিদিন ৫৳ দান, বছর শেষে কর্মসংস্থান” – চলমান এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ।

কোরআন প্রজেক্ট

কোরান হলো মানবজাতির মুক্তির দিশারি।তাই আমরা উদ্যোগ নিয়েছি অর্থসহ কোরান বিতরন করার যাতে আল্লাহ তায়ালার হুকুম আহকাম সমুহ সাফহারন মানুষ জানতে পারে।

বিদায়ের আয়োজন টীম

এমএফসির কাফন-দাফন কার্যক্রম টিম।

Academy MFC

দীর্ঘমেয়াদী সু-শিক্ষিত সমাজ গঠন ও বিশুদ্ধ ইসলামি জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের একাডেমির পথচলা। পবিত্র কোরান , রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহিস সালাম এর সুন্নাহ আর সালাফদের মূলনীতির ভিত্তিতে এম এফ সি একাডেমি প্রতিষ্ঠত।

সুরা বাকারাহঃ ২৬

অনুদান তহবিলসমুহ

Best Mashjid Complex in Chattogram
এম এফ সি কমিউনিটি ও মসজিদ কমপ্লেক্স (ডোনেশন কোডঃ DFC)
যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। (সহীহ বুখারী, হাদীস ৪৫০)

বিবরনঃ   এ প্রজেক্টের মূল লক্ষ্য হলো একটি স্বতন্ত্র ইসলামিক কমিউনিটি গড়ে তোলা যেখানে থাকবে একটি মসজিদ,মাদ্রাসা, কবরস্থান, মাঠ এবং তাওহীদপন্থি ভাইদের জন্য আবাসিক এলাকা।

যা যা থাকবে আমাদের কমিউনিটিতেঃ

  • মসজিদ
  • এম এফ সির প্রধান কার্যালয়
  • লাইব্রেরি
  • কবরস্থান
  • দুটি একাডেমিক ভবন(পুরুষ ও মহিলা)
  • আবাসিক ভবন ২টি
  • কমিউনিটি সংযুক্ত মাঠ   

বিস্তারিত জানুন

MFC 5৳ Sadakah Project
প্রজেক্ট ৫৳ সাদকাহ

বিবরনঃ   এটি এম এফ সির দীর্ঘমেয়াদি প্রকল্প যেখানে প্রতিদিন ৫৳ সাদাকার মাধ্যমে বছর শেষে এক বা একাধিক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে ইনশাআল্লাহ।বিস্তারিত…

প্রজেক্টের আদ্যোপান্তঃ 
  • আল্লাহ সুবহানাহুতায়ালার কাছে অই আমল সবচেয়ে বেশি প্রিয় যা অল্প হলেও নিয়মিত করা হয়। এর ভিত্তিতেই মূলত এ প্রজেক্ট।
  • যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদি প্রকল্প তাই আমরা একটি হোয়াটস অ্যাপ গ্রুপের মাধ্যমে এর কার্যক্রম সমূহ পরিচালনা করে থাকি। এখানে সাদকার রিমাইন্ডার ও গুগল শীটের মাধ্যমে নিয়মিত আপডেট দেয়া হয়।
  • আরবি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর শেষে সবার ক্ষুদ্র ক্ষুদ্র দানে সংগৃহীত অর্থ দিয়ে আমরা এক বা একাধিক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।
  • হিজরি ১৪৪৫/৪৬ সনে আমাদের জমানো অর্থ(৮২ হাজার ২ শত টাকা) দিয়ে এক ভাইকে মুদি দোকান সামগ্রী ক্রয় করে দেয়া হয়েছে আলহামদুলিল্লাহ।  
  • সাদাকাহ  দেয়ার নিয়মঃ নিজেরা প্রত্যেকদিন ৫ টাকা করে নিজের কাছে জমা রাখবেন এবং দশ দিন/ এক মাস পর পর এই টাকা দায়িত্বশীলকে জমা দিবেন।

প্রকল্পে যুক্ত হতে ক্লিক করুন…… 

MFC Dawa Activity
এম এফ সি দাওয়াহ ও সামাজিক কার্যক্রম (ডোনেশন কোডঃ DFD)

বিবরনঃ   সমাজে দ্বীন ইসলামের আলো ছড়িয়ে দিতে এম এফ সি বিভিন্ন সময় হালাকা,কোরআন, লিফলেট ও দোয়া ক্যলেন্ডার বিতরনের মাধ্যমে তার দাওয়া কার্যক্রম পরিচালনা করে থাকে।

আমাদের দাওয়াহ কার্যক্রমসমুহঃ
  • বিদায়ের আয়োজন।( মৃত ব্যাক্তির কাফন ও গোসল কার্য সম্পন্ন করতে আমাদের বিশেষ টীম) 
  • দোয়া ক্যালেন্ডার বিতরন।
  • বিভিন্ন সামাজিক সমস্যা ও তার প্রতিকার নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরন কর্মসূচী।
  • বিভিন্ন সময় হালাকা ও বিশেষ কর্মশালার আয়োজন করা। 
  • সাপ্তাহিক হাদিসের দারস। 
  • অর্থ সহ কোরআন বিতরন কর্মসূচী 
'Library MFC'
এম এফ সি গ্রন্থাগার (ডোনেশন কোডঃ DFL)

বিবরনঃ   চট্টগ্রাম শহরের মধ্যে বসবাসকারীদের জন্য বিনামূল্যে লাইব্রেরিতে বসে বই পড়ার ও মাত্র দশ টাকার বিনিময়ে বই ধার করে বাসায় পড়ার জন্য রয়েছে আমাদের সমৃদ্ধ লাইব্রেরি।

কি কি থাকছে আমাদের লাইব্রেরীতেঃ

  • লাইব্রেরীতে বসে বিনামূল্যে বই পড়ার সুযোগ। 
  • রেজিস্ট্রেশন করার সাপেক্ষে বাসায় বই নিয়ে যাওয়ার সুযোগ। এক্ষেত্রে নাম মাত্র মূল্যে  (দশ টাকার) বিনিময়ে বই পড়তে পারবেন।
  • সার্বক্ষনিক আপডেট এর জন্য আছে আলাদা হোয়াটস অ্যাপ গ্রুপ।

ব্যায়ের খাত সমূহঃ

  • নতুন বই ক্রয় করা।
  • লাইব্রেরির অবকাঠামো সংযুক্ত করা। 
Academy MFC
এম এফ সি একাডেমী (ডোনেশন কোডঃ DFA)

বিবরনঃ একাডেমী এম‌এফসি একটি আধুনিক, যুগোপযোগী ও ব্যাতিক্রমী হিফজুল কুরআন প্রতিষ্ঠান। পাশাপাশি আমাদের রয়েছে অনলাইন ভিত্তিক বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদী কোর্স।

একাডেমীর কার্যক্রম-সমূহঃ

ব্যায়ের খাত সমূহঃ

  • পরিকল্পনাধীন প্রতিষ্ঠান এর যাবতীয় অবকাঠামোর খরচ।
  • একাডেমীর ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং খরচ
  • কোর্স ইন্সট্রাকটরদের ফি 
Muslim Foundation Chattogram
সাধারন তহবিল (ডোনেশন কোডঃ DFG)

বিবরনঃ ফাউন্ডেশনের শক্তি ও স্থায়িত্বের পেছনে সবচেয়ে বড় অবদান সাধারণ দানের। এই অর্থই সব কাজে গতি এনে দেয় এবং ফাউন্ডেশনকে ভবিষ্যৎ এ নতুন নতুন কার্যক্রম এর পরিকল্পনা গ্রহন করতে সহায়তা করে। যে যার সামর্থ্য অনুযায়ী অল্প কিংবা বেশি দান করতে পারবেন। এ খাতে দানকৃত অর্থ সকল খাতের জন্য উন্মুক্ত।

ব্যায়ের খাত সমূহঃ

  • ফাউন্ডেশনের প্রাত্যহিক ব্যায় নির্বাহ করা হবে। 
  • ফাউন্ডেশন এর যাবতীয় অবকাঠামো ও লোকবল সংশ্লিষ্ট খরচ সমূহ এ খাত থেকে বহন করা হবে।
  • অন্যান্য প্রজেক্টের ঘাটতি এ খাত থেকে পুরন করা হবে যদি প্রয়োজন হয়। 

📲 অনুগ্রহ করে নিচের নম্বারে ডোনেশন পাঠান:

বিকাশ পার্সোনাল : 01877-389181
নগদ পার্সোনাল : 01877-389181

ব্যাংক একাউন্ট:
ISLAMI BANK BANGLADESH LTD.
(AGENT BANKING)
REJAUL KARIM
20507770211350303

ডোনেশন পাঠানোর সময় রেফারেন্স এ তহবিলের শর্ট কোড লিখবেন।