Skip to content

প্রজেক্ট ৫৳ সাদাকাহ

প্রজেক্ট ৫ টাকা সাদাকাহ

 

Frequently
Asked Questions

আমাদের প্রথম ও প্রধান উদ্দেশ্য আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা। পাশাপাশি দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে।
প্রথমত, প্রতিদিন নিয়মিত সাদাকার অভ্যাস গড়ে তোলা কারন রাসূল (সা.) বলেছেন আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় 'আমল হলো, যা সদাসর্বদা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয়।(সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন হাদিস নং ৬৪৬৪)
দ্বিতীয়ত, বছর শেষে সংগৃহীত অর্থ দিয়ে একজন বা একাধিক মানুষের স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। আমরা বিশ্বাস করি, একজন মানুষকে একবার স্বাবলম্বী করে তুলতে পারলে তিনি নিজেই নিজের এবং পরিবারের দায়িত্ব নিতে পারবেন, ইনশাআল্লাহ।

আমরা এমন মানুষদের সহায়তা করি যারা ধার্মিক, সৎ, পরিশ্রমী এবং কাজ করার ইচ্ছা ও যোগ্যতা রয়েছে, কিন্তু পুঁজির অভাবে এগিয়ে যেতে পারছেন না। উদাহরণস্বরূপ - যিনি ছোট ব্যবসা করেন কিন্তু পর্যাপ্ত পণ্য ক্রয়ের সামর্থ্য নেই, অথবা যার কারিগরি দক্ষতা আছে কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম কেনার সক্ষমতা নেই। আমাদের লক্ষ্য এমন মানুষদের খুঁজে বের করা যাদের সঠিক সহায়তা পেলে স্বাবলম্বী হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে।

৫ টাকা এমন একটি পরিমাণ যা প্রায় সবার জন্যই সহজসাধ্য এবং নিয়মিত প্রদান করা সম্ভব। এই সামান্য পরিমাণ কারো জন্যই বোঝা হবে না এবং ধারাবাহিকতা বজায় রাখা যাবে। তবে কেউ ইচ্ছা করলে এর চেয়ে বেশিও সাদাকাহ দিতে পারবেন।

এটি সবার সুবিধা বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন প্রদান করা অনেকের জন্য সময়সাপেক্ষ হতে পারে, আবার কয়েক মাস একসাথে জমা দিতে গেলে বোঝা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ পদ্ধতিতে নিয়মিততা বজায় রাখতে এবং সবার অংশগ্রহন করতে সহজ হবে।

সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা দুটি মাধ্যমে হিসাব সংরক্ষণ করি। হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতি চন্দ্রমাসের শেষে রিমাইন্ডার দেয়া হয়। গুগল শিটে প্রতিটি সদস্যের ব্যক্তিগত হিসাব সংরক্ষিত থাকে, যা যেকোনো সময় দেখা সম্ভব। আপনার প্রতিটি লেনদেনের পরিমাণ এবং মোট অবদান - সবকিছু সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকবে।

আপনি দুইভাবে অর্থ প্রদান করতে পারেন। প্রথমত, সরাসরি নগদ অর্থ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে হস্তান্তর করতে পারেন। দ্বিতীয়ত, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে পাঠাতে পারেন।

জীবনে বিভিন্ন পরিস্থিতি আসতে পারে, যা আমরা সম্পূর্ণভাবে অনুধাবন করি। এক-দুই মাস বিরতি নিলে কোনো সমস্যা নেই। তবে একটানা তিন মাস কোনো সদস্যের এক্টিভিটি না পেলে ধরে নেওয়া হয় তিনি প্রজেক্টের সাথে আর অংশগ্রহণ করতে আগ্রহী নন বা তিনি অপারগ। সেক্ষেত্রে কর্তৃপক্ষ তার ব্যাপারে যেকোণ কল্যাণকর সিদ্ধান্ত গ্রহন করতে পারে এবং তার পূর্বের সমস্ত সাদাকাহ প্রজেক্ট ফান্ডে সংরক্ষিত থাকবে।

আমাদের দৃঢ় প্রত্যয় এই যে, এই মহৎ উদ্যোগটি আমাদের জীবদ্দশায় অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ চাহেন তো, আমাদের মৃত্যুর পরও আমাদের পরবর্তী প্রজন্ম এই নেক কাজ চালিয়ে যাবে। এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা ও দোয়া। সাদাকায়ে জারিয়া হিসেবে এর চেয়ে উত্তম আর কী হতে পারে!

এটি সম্পূর্ণভাবে নির্ভর করে মোট সদস্য সংখ্যার উপর। আমাদের প্রাথমিক লক্ষ্য অনুযায়ী, একশো জন সদস্য প্রতিদিন নিয়মিত ৫ টাকা প্রদান করলে চন্দ্র বছর শেষে প্রায় এক লক্ষ আশি হাজার টাকা সংগৃহীত হবে। এই অর্থ দিয়ে অনায়াসে দুই একজনের মানসম্পন্ন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। প্রথম বছর ২০-২৫ জন সদস্যের অবদানে আমরা ৮২,২০০ টাকা দিয়ে একজনের ব্যবসা সচল করতে সফল হয়েছি আলহামদুলিল্লাহ। সদস্য সংখ্যা বৃদ্ধি পেলে বছরে দুই বা ততোধিক মানুষকে সহায়তা করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।

আমরা অত্যন্ত সতর্কতার সাথে সহায়তাপ্রাপ্তদের নির্বাচন করি। স্থানীয় মসজিদের ইমাম, এলাকার বিশ্বস্ত ব্যক্তিবর্গ এবং সমাজসেবীদের সাথে পরামর্শ করা হয়। যাকে সহায়তা করা হবে তার পারিবারিক পরিস্থিতি, ধর্মীয় অবস্থান, কর্মস্পৃহা এবং সততা - সবকিছু যাচাই করা হয়। শুধুমাত্র অভাবী হলেই যথেষ্ট নয়, ব্যক্তিকে অবশ্যই সৎ, নামাজী এবং পরিশ্রমী হতে হবে। আমাদের প্রথম সহায়তাপ্রাপ্ত ভাই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন। এই ধরনের যোগ্য ব্যক্তিদেরই আমরা অগ্রাধিকার প্রদান করি।

প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। আপনি আমাদের ইনবক্সে একটি বার্তা প্রেরণ করবেন এবং সদস্যপদ বাতিলের কারণ জানাবেন।

না, একেবারেই না। সাদাকা প্রদানকারীদের অর্থ আমাদের কাছে পবিত্র আমানত। আমরা এই অর্থ কেবলমাত্র প্রজেক্টের মূল উদ্দেশ্য - অর্থাৎ মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্যই ব্যয় করব। কর্জে হাসানা, ত্রাণ বিতরণ কিংবা অন্য কোনো খাতে এই অর্থ ব্যবহার করা হবে না। স্বচ্ছতা ও আমানতদারিতা আমাদের মূল নীতি।

এই প্রজেক্ট পরিচালনায় নিযুক্ত একাউন্ট্যান্ট কে আমরা প্রতি মাসের সাদকার ৫% অর্থ প্রদান করে থাকি। আর অন্যান্য খাতে যদি খরচ করার প্রয়োজন হয় তাহলে তাও ফান্ড থেকে খরচ করা হয়। এ সংক্রান্ত যাবতীয় তথ্য গুগল শীটে আপডেট রাখা হয়।

প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন অথবা আমাদের পেজে মেসেজ করুন। আমরা সকল প্রয়োজনীয় তথ্য প্রদান করব। যেকোনো সময় যোগদান করা সম্ভব। বছরের মাঝামাঝি সময়ে যুক্ত হলেও কোনো সমস্যা নেই - আপনার হিসাব আপনার যোগদানের তারিখ থেকে শুরু হবে।

অবশ্যই। আমরা নিয়মিত ফলো-আপ করি। যাকে সহায়তা প্রদান করা হয়েছে তার ব্যবসা বা কর্মকাণ্ড কেমন চলছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা - সবকিছু পর্যবেক্ষণ করা হয়।

প্রথমত, আপনি প্রতিদিন নিয়মিত সাদাকার মহান আমলে অভ্যস্ত হবেন।

দ্বিতীয়ত, একজন মানুষের জীবন পরিবর্তনে সরাসরি ভূমিকা রাখার সুযোগ পাবেন।

তৃতীয়ত, সাদাকায়ে জারিয়ার সওয়াব অর্জন করবেন - যা আপনার মৃত্যুর পরও চলমান থাকবে।

চতুর্থত, সম্পূর্ণ স্বচ্ছতার সাথে পরিচালিত একটি সংগঠিত প্রকল্পের অংশ হওয়ার সুযোগ পাবেন। এবং সর্বোপরি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি সহজ ও নিয়মিত মাধ্যম পাবেন।


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: "সদকা গুনাহকে সেভাবে মিটিয়ে দেয়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়।"( মুসনাদ আহমাদ: হাদিস নং ২২১৩৩)
> "নিশ্চয় গোপন সদকা রবের ক্রোধকে প্রশমিত করে।" (তাবারানি: হাদিস নং ১০১৮)

Index