নিজাম ভাই ২ পুত্রের পিতা ৫ ওয়াক্ত জামাতের মুসল্লী। শেষ কবে উনাকে ফজরে মসজিদে মুসল্লীরা দেখেনি, এলাকার কারো হয়তো মনে নেই! আমাদের ৫ টাকা সাদাকা প্রকল্পের বছর শেষে সাবলম্বী প্রজেক্টের সব ক্রাইটেরিয়া উনার সাথে মিলে গেছে আলহামদুলিল্লাহ। উনার একটা দোকান আগে থেকেই ছিলো। সর্বসাকুল্যে ১০ হাজার টাকার সামগ্রী ছিলোনা। জলাবদ্ধতা, বন্যা ও নানা কারনে উনার যে ক্ষতি হয়েছিলো সে থেকে বেচারা আর উঠে দাঁড়াতে পারেনি! আলহামদুলিল্লাহ আমরা এমএফসি টিম প্রাথমিকভাবে ৫০ হাজার এবং পরবর্তীতে আরো ৩২২০০৳ সহ সর্বমোট ৮২২০০ টাকার প্রোডাক্ট কিনার জন্য সহায়তা করলাম! আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা বারাকাহ দিলে হয়তো এর থেকে উনার ব্যবসাটা একদিন অনেক বড় হবে ইন শা আল্লাহ।
এইযে ৫ টাকা করে করে ৮০+ হাজার হলো ২০ থেকে ২৫ জন মানুষের সাদাকায় এটা এক আজিব ব্যাপার আমাদের জন্য! চেষ্টা করলে কত কিছুই না করা সম্ভব উম্মাহর জন্য! আমাদের কমজুরি, নানা অজুহাতে উম্মাহর কোন কল্যাণে আমরা অবদান রাখতে পারছিনা। কিন্তু দেখেন এইযে ৫টাকা করে যারা দিয়েছেন তাদের থেকে জিজ্ঞেস করেনতো; এর আগের বছর উনারা যে ৫টাকা করে দান করেন নি ঐ টাকা উনাদের কাছে আছে? নেই!! তাহলে ছোট ছোট এই উদ্যোগ গুলো আমাদের কত বড় বড় সাফল্য দিতে পারে তা কল্পনাতীত। আমাদের টার্গেট ছিলো ১০০জন মানুষ। চিন্তা করেনতো ২০/২৫ জনে এত হলে ১০০হলে কত হতো?
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা আমাদের এই ছোট্ট ছোট্ট উদ্যোগ গুলো দিয়ে উম্মাহর কল্যানে কিছুটা অবদান রাখার তাওফিক দান করুক। এই ৫টাকা সাদাকা কিয়ামতের আগ পর্যন্ত যতদিন অন্তত একজন মুমিনও অবশিষ্ট থাকে ততদিন জারি রাখুক।আল্লাহুম্মাহ তাক্বব্বাল মিন্না ওয়া আফরিগলানা।