Skip to content

তিনটি বিষয় যা না জানলেই নয় ​

তিনটি বিষয় যা না জানলেই নয়

তিনটি বিষয় যা না জানলেই নয়

“মুসলিমদের সব কাজে তিনটা বিষয় জরুরি। একটা মিসিং তো সব শেষ, পণ্ডশ্রম!

নিয়ত
ইখলাস
পদ্ধতি।

প্রথমত নিয়ত বা উদ্দেশ্য না থাকে, এমন কাজকে বাইক্কা কাজ বলা যায়।

জীবনে আমরা এরকম অনেক বাইক্কা কাজ করি, যা ইউজলেস! না দুনিয়ার, না আখিরাত—সব ক্ষেত্রেই!

দ্বিতীয়ত ইখলাস, বা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার সন্তুষ্টির জন্য।

ধরেন, আমি অনেক ভালো কথা বলি—লোকে মোখলেস, ফরেজগার বলে। এসব মূল্যহীন, যদিনা রব সন্তুষ্ট হন!!

কিয়ামতের দিন আমরা কী চরিত্র নিয়ে রবের সামনে দাঁড়াব, সেটার উপর নির্ভর করছে সফলতা।

হয়তো সেদিন অনেক হাফেজ, মুহাদ্দিস, শায়েখ আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার সামনে চরিত্রহীন, ফাসিক, মহাপাপী হিসেবে দাঁড়াবে!!!

অনেক লোক বাহবা দিচ্ছে, বিশাল ময়দানে লক্ষ লক্ষ মানুষ ‘ঠিক ঠিক’ বলে চিল্লাচ্ছে—ইউজলেস সব, যদি রবের সন্তুষ্টি না থাকে!!

আমরা আমাদের বুকে হাত রেখে ভেবে দেখতে পারি, আমরা যা কিছু করছি, তা কি আসলেই রবের সন্তুষ্টির জন্য? নাকি লোক দেখানো?

৩য় বিষয় হলো পদ্ধতি। আমরা আমাদের দৈনন্দিন কাজে কোন না কোন পদ্ধতি অবলম্বন করি সফলতার জন্য—একটা না হলে আরেকটা অ্যাপ্লাই করি।

এই যে অনেক লোক হু, হা যিকির করে গলা ফাটায়, ঢোল-তবলা নিয়ে চিল্লাচিল্লি করে—জিজ্ঞেস করলে বলে, প্রভুর রিজা-মন্দি হাসিলের জন্য এসব করি! কিন্তু পদ্ধতি ভুল!
অনেক লোক দেখবেন, তাদের প্রভুকে খাস দিলে ডাকে—কিন্তু পদ্ধতি ভুল!!!

পদ্ধতিতে ভুল কাজ রবের নিকট গ্রহণযোগ্য নয়—সেটাতে যতই ইখলাস থাকুক না কেন!!

এইজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাদের মধ্যে থেকে একজনকে পাঠিয়েছেন রোল মডেল হিসেবে, যাতে আমরা তার ফুটস্টেপ ফলো করি!!

কিয়ামতের মাঠে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদলকে কাওসারের পানি পান করাবেন না—তাদের দোষ শুধু এটুকুই ছিলো যে, তারা মদিনা ওয়ালার অ্যাপ্রুভড বা সার্টিফায়েড পদ্ধতি ছেড়ে নতুন পদ্ধতি দিয়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করেছে!!!

আমাদের জীবনের প্রতিটা কাজে যখন উপরের তিনটা বিষয় ঠিক হবে, তখন ইন শা আল্লাহ আমরা সফল!
মুমিন কখনো অসফল হয় না—এটা আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার ওয়াদা।

“নিশ্চয়ই মুমিন সফলকাম”

এপার, ওপার, দু’পার—নয়তো ওপার।

ওপারের সফলতা হলো আল্টিমেট সফলতা।
আর এপার তো ধূলোময়লা ছাড়া কিচ্ছু না! পুরোটা গার্বেজ!!!

আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাদের কবুল করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের জান্নাতুল আ’লা দান করুন।
আমিন।

লেখকঃ রিজওয়ান জাহান তন্ময়