Skip to content

কালিমা ছাড়া মুসলিম

কালিমা ছাড়া মুসলিম

কালিমা ছাড়া মুসলিম

“কালিমা ছাড়া মুসলিম” — বেশ পরিচিত শব্দ আমাদের। কেউ জাপানিদের বলে, কেউ কানাডার, বা ইউকের। সব মিলিয়ে পাশ্চাত্যের লোকগুলোকে অনেকেই অকপটে বলে “কালিমা ছাড়া মুসলিম”।

দেখি, আমাদের রব কি বলেন?

সূরা মরিয়মের শেষের আয়াতগুলো পড়ে দেখুন:

“তারা বলে, দয়াময় সন্তান গ্রহণ করেছেন!”
“তারা কত বিভৎস বিষয়ের অবতারণা করছে!”
“তারা এমন কথা বলছে, যার জন্য আকাশ, জমিন, পাহাড় চূর্ণ-বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম!!!”

শিরক এত মারাত্মক বিষয়!

সবচেয়ে বড় বেয়াদবি হলো—রবের সাথে বেয়াদবি।
আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা যাদের বেয়াদব বলছেন, আমরা তাদের বলি “কালিমা ছাড়া মুসলিম”! কেমন মানুষ আমরা!!!

আপনার সঙ্গে কেউ ভালো আচরণ করে, কিন্তু আপনাকে বলে, “জারজ সন্তান!” — আপনি ঐ লোকদের সম্পর্কে ভালো কিছু বলবেন?

ইউক্রেনে, যিনি প্রথম মসজিদ করেছেন, তার দ্বিতীয় প্রজন্মের ৬০% খ্রিস্টান হয়ে গেছে, তৃতীয় প্রজন্মে ৯০% খ্রিস্টান!

ইউকের প্রেসিডেন্ট বরিস জনসনের গ্রেট গ্র্যান্ডফাদার ছিলেন একজন তুর্কি মুসলিম। আজকে বরিস জনসন মুসলমানদের প্রকাশ্য শত্রু!!!

আমরা কানাডা, আমেরিকা যেতে অস্থির! হয়তো এই আপনারই বংশের কেউ খ্রিস্টান হয়ে এমন একদিন মুসলমানদের শত্রুতে পরিণত হবে!!!

দাওয়াহ বা শিক্ষার উদ্দেশ্য ছাড়া পরিবার নিয়ে কুফ্ফারদের দেশে স্থায়ীভাবে সেটেল হওয়া মানে নিজেকে আগুনে ঠেলে দেওয়া!

বাংলাদেশে আছেন, কষ্টে আছেন — ঠিক আছে।
কিন্তু জাহান্নামের চেয়েও বেশি তো কষ্টে নেই!!!

দুনিয়া কয় দিনের ভাই? সামান্য সুখের জন্য অনন্তকালের সুখ কেন বিসর্জন দেবো?

আপনি হয়তো কিছুটা হায়া নিয়ে সেই দেশে যাবেন, কিন্তু আপনার সন্তানরা তো নির্লজ্জ, বেহায়ার বিষয়গুলো দেখতে দেখতে বড় হবে!!

জান্নাত অনেক দামি রে ভাই!
সেজন্য অণু পরিমাণ গুনাহ নিয়েও কেউ জান্নাতে যাবে না — সব পরিষ্কার হয়েই যাবে!

তাই পাপী মুসলিমরা মার খেতে খেতে পরিশুদ্ধ হয়ে তবেই জান্নাতে যাবে!!!

দুনিয়ার এই চাকচিক্য যাতে আমাদের ঘিরে না ফেলে!
এই জীবন ধোঁকার!
আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা নিজেই বলেছেন, আমাদের ঈমান হারানোর ভয় না থাকলে, কাফিরদের এ দুনিয়ায় সব দিয়ে দিতেন!!!

তাই তো, চরম গরিবিয়ানায় যখন মদিনার রাষ্ট্রপ্রধান খেজুর পাতার মাদুরে শুয়ে আছেন, তখন উমর (রাঃ) বললেন:

“ইয়া রাসূলুল্লাহ ﷺ, পারস্য ও কিসরার বাদশাহদের কত সুন্দর আসন, আর আপনার এরকম?”

রাসূলুল্লাহ ﷺ এর উত্তর ছিলো:

“ইয়া উমর, তারা নাহয় দুনিয়া পাক, আমরা আখিরাত।”

ঈমান বড় দামী জিনিস ভাই!
এই ঈমানের কারণে আবু তালিব — এত ভালো লোক হয়েও জান্নাতে যেতে পারবেন না!

আর একদিকে, ইসলামের এত ক্ষতি করার পরেও শুধুমাত্র ঈমান আনার কারণে, আবু সুফিয়ান — একসময়ের কাফিরদের সর্দার, জান্নাতের বাসিন্দা হবেন!
আমরা যাকে বলি: আবু সুফিয়ান (রাঃ)!!!

এই দামি জিনিস “ঈমান” — আমরা যেন দুই দিনের দুনিয়ার জন্য বিক্রি না করে ফেলি!!!

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
(রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়াতাওয়াফ্‌ফানা মুসলিমীন)

লেখকঃ রিজওয়ান জাহান তন্ময়