তাকদিরের রঙে জীবন
জীবনে আপনি দেখবেন সবকিছু ঠিকঠাক করছেন কিন্তু ফলাফল আসছেনা। ফলাফল জিরো। এটাই তাকদির!!
তাকদির বিষয়টা অত্যন্ত গুরুত্ববহ। কাউকে বলে বুঝানো যাবে না বিষয়টা। এটা উপলব্ধির ব্যাপার। যত দিন যাবে, বুঝতে থাকবেন।
আমার পরিচিত একজন মেইলে ২০০ ওয়ার্ড লিখতেই হাজারটা লাল দাগ। এক বড় ভাই হেসে বলল, এ কেমনে কি করবে? সেই ছেলে এখন $২০০০+ আয় করে মাসে! তাকদির!
এক বন্ধু মেয়ে খুঁজতে খুঁজতে পাগল প্রায়। শেষে বিয়ে করলো এক আত্মীয়কে যে অলরেডি চোখের সামনেই ছিলো। তাকদির।
এক ভাই বছর আগে এক মেয়েকে দেখেছে কোন কারণে বিয়ে হয়নি ওই মেয়ের! অথচ বছর খানেক শেষে ওই এক বছর আগের মেয়েকেই বিয়ে করলো সে নিজেই। তাকদির।
আপনি যাই করেন না কেন তাকদিরের বাইরে যেতে পারবেন না শিউর! এটাতেই রহস্য। তাই ইসলামে ক্বদরকে ইমানের একটা অংশ ধরা হয়। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমারেখা। এ-থেকে বের হওয়া অসম্ভব।
তবে দিনশেষে দুয়া, চেষ্টা এসব আপনাকে প্রশান্তি দিবে অন্তরে সুকন দিবে। আর আপনার প্রয়োজন রবের চেয়ে ভালো কেউ জানে না। তাই আমরা বেস্ট ট্রাই করি। ফলাফল ভালো হলে বলি আলহামদুলিল্লাহ। আর কোন কারণে নিজের মনমতো না হলে বলি হাজা কদরুল্লাহ।
দিনশেষে আপনার সময়, সঙ্গী, আপনি কিভাবে চলবেন, আপনার শেষ দিন কবে সবই ওই জন্মের সময় ফিক্সড করে নিয়ে এসেছেন।
কদরে যা লেখা আছে তার এক ইঞ্চির এদিক ওদিক হবে না। এগুলো হলো মহান রবের ক্ষমতার বিশালতা যা আমাদের লিমিটেড ব্রেইনে ধরতে পারবে না কখনো!!!
আল্লাহুমা ইন্না নাআউজুবিকা মিনাল ছুইয়িল ক্বদা
লেখকঃ রিজওয়ান জাহান তন্ময়।