আসসালামু আলাইকুম,সম্মানিত সদস্য বৃন্দ,
আশা করছি মহান রব আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন।
আমরা আগামি ১লা জ্বিলক্বদ ১৪৪৫ হিজরী বা ১০ মে ২০২৪ ইংরেজী থেকে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিতে যাচ্ছি ইন শা আল্লাহ্।বছর শেষে কমপক্ষে একজন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
কিভাবে করবেন এই ব্যবস্থা?
প্রজেক্ট ৫ টাকা সাদাকা প্রকল্পের মাধ্যমে আপনারা এই মহৎ কাজে অংশ নিতে পারবেন।
প্রকল্পের আদ্যোপান্তঃ
আমরা নিজেরা প্রত্যেকদিন ৫ টাকা করে নিজের কাছে জমা রাখবো এবং ১০ দিন পর পর এই টাকা নির্দিষ্ট একজন দায়িত্বশীল জমা নিবেন।
একজন লোক যদি প্রত্যেকদিন ৫ টাকা করে দেয় তাহলে হিজরী সন অনুযায়ী (৫×৩৬০=) ১৮০০ টাকা বছরে একজন থেকে সংগ্রহ করা যাবে।
এবার আমরা যদি ১০০ জন মানুষ আমাদের সাথে যুক্ত করতে পারি তবে বছরে টাকার সংখ্যা হবে ১৮০০০০ ।আশা করছি ১৮০০০০ টাকায় একজন লোকের খুব ভালো ভাবেই কর্মসংস্থান করা সম্ভব ইন শা আল্লাহ্।
হিসাব মেইনটেইনের নিয়মাবলি –
১. ৫টাকা সাদাকার একটি হোয়াস্টঅ্যাপ গ্রুপ করা হবে এবং নিয়মিত আপডেট গ্রুপে দেয়া হবে ইন শা আল্লাহ ।
২. প্রতি চন্দ্রমাসের শেষ দিন সাদাকা জমার আপডেট দেওয়া হবে।
৩. গুগল শিটেও আপডেট থাকবে। সাদাকা প্রধানকারি সদস্য যেকোনো সময় জি-শিটের মাধ্যমে আপডেট দেখতে পারবেন।
৫টাকা সাদাকা সংগ্রহের নিয়মাবলি –
১. প্রতিদিন যে কেউ চাইলে সাদাকা পাঠিয়ে দিতে পারবেন হাতে হাতে অথবা নগদে (নগদের ক্ষেএে খরচ বাদ দিয়ে নেট ৫টাকা হতে হবে)।
২. সর্বোচ্চ ১০দিনে (৫০টাকা প্রতি জন) সাদাকা ফান্ডে পাঠিয়ে দিতে হবে।
৩. টানা তিনমাস(চন্দ্রমাস) কেও সাদাকা দেওয়া বন্ধ রাখলে তাকে সাদাকা গ্রপ থেকে বের করে দেওয়া হবে এবং তার দেওয়া পূর্ববর্তি সকল সাদাকা সাদাকা ফান্ডে জমা থেকে যাবে এবং যথারিতি বাকিদের সাদাকার সাথে ব্যবহৃত হবে।
পরিশেষে সাদাকা দেওয়া নেওয়া ও যে উদ্দেশ্য এই সাদাকা সেই খাতে তা ব্যবহারে পরিপূর্ণ সচ্ছতা রাখার চেষ্টা করা হবে ইন শা আল্লাহ। ওয়ামা তাউফিকী ইল্লা বিল্লাহ।
আগ্রহীরা প্রকল্পে যুক্ত হোন।