Skip to content

এম এফ সি গ্রন্থাগার

'Library MFC'

এম এফ সি গ্রন্থাগার

দশ টাকাই বই পড়ি, ঐশী নূরে হৃদয়ের অন্ধকার দূর করি।

চট্টগ্রাম শহরের মধ্যে বসবাসকারীদের জন্য রয়েছে সুখবর।
আলহামদুলিল্লাহ, দীর্ঘ দিন পর আমাদের লাইব্রেরি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ ‏”‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ ‏.‏
 আবূ হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্ণিতঃ

 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে লোক জ্ঞানের খোঁজে কোন পথে চলবে, তার জন্য আল্লাহ তা‘আলা জান্নাতের পথ সহজ করে দিবেন।(জামে’ আত-তিরমিজি, হাদিস নং ২৬৪৬)


অতএব জ্ঞান অর্জনের এই সুযোগ কি মিস করবেন???

আমাদের লাইব্রেরি তে যা যা থাকছে-
১)নামমাত্র মূল্যে (দশ টাকা) বাসায় নিয়ে গিয়ে বই পড়ার সু্যোগ
২)সার্বক্ষণিক আপডেট পেতে আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ।
৩) বিনামূল্যে লাইব্রেরিতে বসে বই পড়ার সুযোগ।

কিভাবে পড়বেন দশ টাকাই বই??

  • নিচের ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন করে লাইব্রেরির একজন সদস্য হবেন। রেজিষ্ট্রেশন ফি মাত্রঃ ৫০৳
    রেজিস্ট্রেশন করুন……
  • ফর্মের শেষে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেয়া আছে সেখান থেকে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন যাতে লাইব্রেরির যাবতীয় আপডেট পেতে পারেন।
  • বই সংগ্রহের স্থানঃ চাঁন মিয়া জামে মসজিদ

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা আমাদের সকলকে কবুল করুক আল্লাহুম্মাহ তাকাব্বাল মিন্না ওয়াগফিরলানা।

বিদ্রঃ রেজিস্ট্রেশন ফর্ম ও বই ধার নেয়ার ফি সমুহ আমরা লাইব্রেরির উত্তরত্তর উন্নয়ন ও নতুন বই সংযোগে ব্যাবহার করবো ইনশাআল্লাহ।